মোহন ভাগবতের অখণ্ড ভারত ও হিন্দুরাষ্ট্রের ভাবনা
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহক ড. মোহন ভাগবত ২৮ আগস্ট ২০২৫-এ দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত শতবর্ষ সংলাপের শেষ দিনে বলেন, ভারত অখণ্ড এবং এটি হিন্দুরাষ্ট্র। তিনি ব্যাখ্যা করেন, অখণ্ড ভারত শুধু রাজনীতির ধারণা নয়, বরং জনগণের চেতনার ঐক্য। পূজা-পদ্ধতি ভিন্ন হলেও পূর্বপুরুষ, সংস্কৃতি ও মাতৃভূমি আমাদের একত্রিত করে। ধর্মান্তর সমাজকে পাল্টায় না, এবং হিন্দু-মুসলমান উভয়েরই পারস্পরিক আস্থা গড়ে তোলা জরুরি। যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করে তিনি বলেন, সরকার সর্বোচ্চ ৩০% চাকরি দিতে পারে, বাকিটা আত্মশক্তিতে অর্জন করতে হবে। জনসংখ্যার ভারসাম্য, ধর্মান্তর, অনুপ্রবেশ, ভাষা, শিক্ষা ও সংরক্ষণ নিয়েও তিনি সুস্পষ্ট মত দেন। ভাগবত স্পষ্ট করে বলেন, ভারত হিন্দুরাষ্ট্র—এটি কোনো আনুষ্ঠানিক ঘোষণার বিষয় নয়, বরং আমাদের ঐতিহ্য ও সত্য।